শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | HUMAYUN: 'ঘৃণা ভাষণ' দেওয়ার জন্য এফআইআর রুজু হওয়ার পর ভিডিও করে সম্প্রীতির বার্তা দিলেন হুমায়ুন

Sumit | ০৪ মে ২০২৪ ১৪ : ১৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: "ঘৃণা ভাষণ" দেওয়ার জন্য মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে জেলার শক্তিপুর থানাতে এফআইআর রুজু হওয়ার পরই "সুর নরম" করলেন তৃণমূল বিধায়ক।
শনিবার জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমকে হুমায়ুনের তরফ থেকে প্রায় ১৩ মিনিটের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। ভিডিও বার্তাটি হুমায়ুন তাঁর নিজের ফেসবুক পেজেও "আপলোড" করেছেন।
ভিডিও বার্তাতে হুমায়ুন দাবি করেছেন- তিনি নিজের ভাষণে কোনও বিশেষ সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করেননি।
প্রসঙ্গত, ১ মে শক্তিপুরের সব্জি বাজার এলাকায় একটি কর্মী সভা করার সময়ে হুমায়ুন কবীর কিছু বিতর্কিত মন্তব্য করেন। ভাইরাল হওয়া সেই বক্তব্যের ভিডিও-তে হুমায়ুনকে বলতে শোনা যায়, ... দু"ঘন্টার মধ্যে ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি তাহলে রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুরে বসবাস বন্ধ করে দেব। ৩০ শতাংশ তোমরা মুর্শিদাবাদে আমরা ৭০ শতাংশ।
ভিডিওটি ভাইরাল হতেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়- জেলার নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নিজের ভাষণের মাধ্যমে ভয় পাওয়াতে চাইছেন হুমায়ুন। "ঘৃণা ভাষণের" জন্য হুমায়ুনের বিরুদ্ধে শক্তিপুর থানাতে বিজেপি তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইপিসি-র ২৯৫ এ এবং ১৫৩ এ ধারাতে মামলা রুজু করে।
মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি পেছনে রেখে শনিবার ভিডিও বার্তায় হুমায়ুন বলেন- যোগী আদিত্যনাথ-এর বক্তব্যের জবাবে গত ১ তারিখ দলীয় কর্মী সভাতে আমি যে বক্তব্য রেখেছিলাম সেখানে কোনও হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নাম বা হিন্দুর সম্প্রদায়কে জড়িয়ে আমি কোনও কথা বলিনি। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ চিরদিন শক্তিপুরে সম্প্রীতিতে বসবাস করেন। আমি দু-পক্ষকেই বলবো এখানে শান্তি বজায় রাখতে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24